1. সাধারণ শর্ত
এই ওয়েবসাইটটি (“আমরা”, “আমাদের”, বা “এই প্ল্যাটফর্ম”) Cartoon Animator 5 এবং 2.5D অ্যানিমেশন শেখানোর জন্য অনলাইন কোর্স সরবরাহ করে।
সাইট ব্যবহার বা কোর্স ক্রয় করার মাধ্যমে আপনি নিচের শর্তগুলো মেনে নিচ্ছেন।
2. কনটেন্ট ও কপিরাইট
🔹 সমস্ত ভিডিও, লেসন, প্রজেক্ট ফাইল ও রিসোর্স আমাদের নিজস্ব কপিরাইট সুরক্ষিত কনটেন্ট।
🔹 অনুমতি ছাড়া কোনো ভিডিও, কোর্স ফাইল, বা রিসোর্স ডাউনলোড, রেকর্ড বা পুনঃপ্রচার করা যাবে না।
🔹 কনটেন্ট শেয়ার করলে বা কপি করলে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।
3. কোর্স অ্যাক্সেস
🔹 কোর্স কেনার পর আপনি শুধুমাত্র আপনার একাউন্ট দিয়ে লগইন করে শিখতে পারবেন।
🔹 একাউন্ট অন্য কারো সাথে শেয়ার করা যাবে না।
🔹 যদি কোনো প্রমাণ পাওয়া যায় যে একাউন্ট শেয়ার করা হচ্ছে, সাইট কর্তৃপক্ষ অ্যাক্সেস বন্ধ করার অধিকার রাখে।
4. পেমেন্ট ও রিফান্ড
🔹 সমস্ত কোর্স মূল্য ওয়েবসাইটে উল্লেখ করা আছে।
🔹 কোর্স একবার কেনার পর সাধারণত রিফান্ড দেওয়া হয় না,
তবে বিশেষ ক্ষেত্রে (যেমন ডুপ্লিকেট পেমেন্ট বা টেকনিক্যাল ইস্যু) আমরা বিবেচনা করতে পারি।
🔹 রিফান্ডের জন্য অনুগ্রহ করে আমাদের সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করুন।
5. শেখার ব্যবহারের নিয়ম
🔹 কোর্সের রিসোর্স শুধুমাত্র শেখার জন্য ব্যবহার করতে পারবেন।
🔹 কোর্সের কনটেন্ট দিয়ে নিজের নামেই কোনো ব্যবসা চালানো বা পুনর্বিক্রি করা নিষিদ্ধ।
6. সাইট পরিবর্তন
🔹 আমরা যেকোনো সময় এই ওয়েবসাইট, কোর্স কনটেন্ট বা শর্তাবলী পরিবর্তন করার অধিকার রাখি।
🔹 পরিবর্তন হলে তা ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে।
7. দায়বদ্ধতা
আমরা সর্বোচ্চ চেষ্টা করি সঠিক ও আপডেট তথ্য দিতে।
তবে শেখার ফলাফল সম্পূর্ণ আপনার প্রচেষ্টা ও অনুশীলনের উপর নির্ভর করবে।
8. যোগাযোগ
যেকোনো প্রশ্ন বা সমস্যা হলে আমাদের ইমেইলে যোগাযোগ করুন:
📧 rahelacademy0@gmail.com
⚖ শেষ কথা
এই ওয়েবসাইট ব্যবহার বা কোর্সে অংশগ্রহণ করার মাধ্যমে আপনি উপরের সব শর্তের সাথে একমত হচ্ছেন।
Don’t miss our future updates! Get Subscribed Today!
©2024 – 2025 Rahel Academy. All Rights Reserved.