রাহেল একাডেমি একটি আধুনিক ডিজিটাল আর্ট ও অ্যানিমেশন প্রশিক্ষণ প্রতিষ্ঠান, যেখানে সৃজনশীলতা এবং দক্ষতার মিলনে তৈরি হয় নতুন প্রজন্মের শিল্পী ও ক্রিয়েটর।
আমাদের একাডেমিতে শিক্ষার্থীরা শিখে ২.৫D কার্টুন অ্যানিমেশন, Photoshop ডিজিটাল আর্ট, এবং ডিজাইন সম্পর্কিত নানা আধুনিক টেকনিক। আমরা শুধু সফটওয়্যার শেখাই না — আমরা শেখাই কিভাবে নিজের চিন্তাকে দৃশ্যমান শিল্পে রূপ দিতে হয়।
রাহেল একাডেমির মূল উদ্দেশ্য:
🎯 তরুণদের মধ্যে ডিজিটাল ক্রিয়েটিভ স্কিল তৈরি করা
🎯 শিক্ষার্থীদের প্রফেশনাল মানের অ্যানিমেশন ও আর্টিস্ট হিসেবে গড়ে তোলা
🎯 বাংলাদেশের ডিজিটাল মিডিয়া ইন্ডাস্ট্রিতে মানসম্মত আর্টিস্ট তৈরি করা
আমরা বিশ্বাস করি, প্রতিটি শিক্ষার্থীর মধ্যে লুকিয়ে আছে একজন সৃষ্টিশীল শিল্পী — আর রাহেল একাডেমি সেই প্রতিভাকে জাগিয়ে তুলতে পাশে আছে সর্বদা।
✨ কেন আমাদের সাথে শিখবেন:
🧩 ১. ধাপে ধাপে শেখানো প্রতিটি বিষয় সহজভাবে ব্যাখ্যা করে ধাপে ধাপে শেখানো হয়, যেন নতুনরাও বুঝতে পারে।
🎬 ২. প্র্যাকটিক্যাল প্রজেক্ট ট্রেনিং শুধু তত্ত্ব নয় — বাস্তব অ্যানিমেশন প্রজেক্টের মাধ্যমে হাতে-কলমে প্রশিক্ষণ।
🎨 ৩. Animator 5 সফটওয়্যারে দক্ষতা আধুনিক 2.5D অ্যানিমেশনের জন্য প্রয়োজনীয় টুল ও টেকনিক শেখানো হয়।
💡 ৪. ক্রিয়েটিভ চিন্তা ও এক্সপ্রেশন প্রতিটি শিক্ষার্থীকে নিজের আইডিয়া ও স্টাইল নিয়ে কাজ করতে উৎসাহিত করা হয়।
🚀 ৫. পোর্টফোলিও ও ক্যারিয়ার গাইডলাইন শেখার শেষে নিজের কাজের পোর্টফোলিও তৈরি ও পেশাগত দিকনির্দেশনা দেওয়া হয়।
Don’t miss our future updates! Get Subscribed Today!
©2024 – 2025 Rahel Academy. All Rights Reserved.